মাগুরায় ট্রাকের ধাক্কায় নসিমনচালক নিহত

প্রকাশ | ০২ মার্চ ২০২০, ১৮:০১

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস

মাগুরা- ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালি তিন নম্বর ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় কিবলু মোল্যা (৪৫) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। ঘণ্টাব্যাপী অবরোধে তীব্র যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হয়। 

মাগুরা ট্রাফিক পরিদর্শক নাজমুল হাসান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের সনু মোল্যার ছেলে কিবলু মোল্যা ইট বোঝাই নসিমন নিয়ে শহরের দিকে যাচ্ছিল। তিন নম্বর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নসিমনচালক কিবলুর মৃত্যু হয়।

কিবলুর মৃত্যুর প্রতিবাদে স্থানীয়রা মহাসড়কে ইট ফেলে ঘণ্টাব্যাপী অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় স্পিড ব্রেকার দেয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।

(ঢাকাটাইমস/২মার্চ/কেএম/এলএ)