পাচারকালে ৩৭ রোহিঙ্গা উদ্ধার, তিন দালাল আটক

প্রকাশ | ০২ মার্চ ২০২০, ১৮:৪৩

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল ব্রিজের রামু অংশের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারকালে ৩৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার ভোররাতে পুলিশ এই অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে চারজন শিশু, ১৭ জন নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এসব রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

আটক তিন দালাল হলেন উখিয়ার সোনারপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর (৩০) এবং তার সহোদর মো. আলমগীর (২৭) ও খুনিয়াপালং এলাকার কাদের হোছাইনের ছেলে মো. সাগর (৩০)।

হিমছড়ি ফাঁড়ির ইনচার্জ আতিক উল্লাহ ঢাকা টাইমসকে বলেন, ভোররাতে রেজু খালের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য কিছুসংখ্যক রোহিঙ্গাকে জড়ো করা হয়েছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে কয়েকজন দালাল পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়।

আটক দালালদের বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হচ্ছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০২মার্চ/জেবি)