কলাপাড়ায় সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২০, ২১:৩৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার সাংবাদিক মনিরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আগামী তিনদিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা।

সোমবার দুপুর ১২টায় কলাপাড়া উপজেলার সব সাংবাদকর্মী কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু।

বক্তব্য দেন- সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, এসকে রঞ্জন, নাসির উদ্দিন বিপ্লব, কাজী সাইদ, ফরিদ উদ্দিন বিপু, সাইফুল ইসলাম রয়েল, নাসির উদ্দিন মাস্টার প্রমুখ।

সভায় বক্তারা আগামী তিনদিনের মধ্যে মনিরুল ইসলামের উপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেয়ার হুঁশিয়ারি দেন। এ সময় কলাপাড়ায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি সন্ধা ৭টায় কলাপাড়ার মহিপুর থানার লাকি সিনেমা হলের দক্ষিণ পাশের আমবাগানে মনিরুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :