আলফাডাঙ্গার মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ মার্চ ২০২০, ১৮:৫৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার আছর নামাজ শেষে কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা পুলিশের একটি চৌকস দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়। জানাজা শেষে তাকে কামারগ্রাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম মঙ্গলবার বেলা ১২ টার দিকে কামারগ্রাম পূর্বপাড়া নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের জননেতা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জননেতা আরিফুর রহমান দোলন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ঢাকাটাইমস/০৩মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :