‘বিচারক প্রত্যাহারে খালেদার মামলায় সরকারের হস্তক্ষেপ প্রমাণিত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ১৭:০৪

দুর্নীতি মামলায় সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা এম এ আউয়াল ও তার স্ত্রীর জামিন বাতিলের পরপর পিরোজপুরের জেলা ও দায়রা জজকে প্রত্যাহারের প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এটাকে বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ হিসেবে দেখছেন তিনি। এজন্য আইনমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন এই আইনজীবী নেতা।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

লিখিত বক্তব্যে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি এম এ আউয়ালের জামিন নামঞ্জুর করার কারণে পিরোজপুরের জেলা ও দায়রা জজকে আইন মন্ত্রণালয়ের আদেশে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অবিলম্বে আইনমন্ত্রী আনিসুল হক এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ দাবি করছি।’

এসময় আইন সচিব, যুগ্ম সচিব ও জামিন প্রদানকারী বিচারককে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের দাবিও জানান তিনি। একইসঙ্গে জামিন কেলেংকারির ঘটনাটি হাইকোর্টের একজন বিচারপতির অধীনে সুষ্ঠু তদন্তের দাবিও জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক।

পিরোজপুরের ঘটনা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘এই পরিস্থিতিতে দেশবাসী মনে করছে সরকারের নির্দেশে যেকোনো ব্যক্তির জামিন হতে পারে বা সরকার চাইলে আদালতের মাধ্যমে বাতিল করতে পারে।’

খোকন বলেন, ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুদকের মামলায় সাজা প্রদান ও জামিন নামঞ্জুর আইন মন্ত্রণালয়ের নির্দেশেই করা হয়েছিল।’

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। তবে তারা সবাই বিএনপি সমর্থিত আইনজীবী।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার, তালিকা চেয়েছেন হাইকোর্ট

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরাম ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের দায়িত্ব পুনর্বণ্টন

আদেশ প্রতিপালন না হওয়ায় চট্টগ্রামের ডিসি এসপিসহ চার জনকে হাইকোর্টে তলব

১১ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের শুনানি ২৯ জুলাই

২৮ দিন পর খুলল সুপ্রিম কোর্ট

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

এই বিভাগের সব খবর

শিরোনাম :