পিকনিকের আড়ালে বাসে ইয়াবা বহন, গ্রেপ্তার ৫

প্রকাশ | ০৪ মার্চ ২০২০, ১৯:২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কক্সবাজার-সেন্টমার্টিনে পিকনিকে আসা-যাওয়ার ছদ্মবেশে ইয়াবার চালান আনত একটি মাদক কারবারি চক্র। বুধবার ভোরে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে একটি বাস আটক করা হয়।

পরে বাসটি তল্লাশি করে বাসের হেলপার, সুপার ভাইজার এবং টুথপেস্টে বিশেষভাবে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বাবলু শেখ, বাদল হাসান রনি, রায়হান সরকার, মোস্তাক ও জামাল।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকা টাইমসকে জানান, র‌্যাবের কাছে খবর আসে পিকনিকের একটি বাসে ইয়াবার চালান রাজধানী হয়ে গাজীপুর যাবে। এমন খবরে শ্যামলী এলাকায় চেকপোস্ট বাসানো হয়। ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী রিয়াদ শিশির পরিবহনের একটি বাসকে (ঢাকা মেট্রো-ব-১৫-৬০৭৬) সংকেত দিয়ে থামনো হয়। বাসের গায়ে ‘বার্ষিক ভ্রমণ ২০২০; স্থান কক্সবাজার ও সেন্টমার্টিন’ লেখা দেখতে পাওয়া যায়।

বাসটি তল্লাশি করে হেলপার, সুপারভাইজারসহ চারজনের দেহ তল্লাশি করে বেশকিছু ইয়াবা ছাড়াও টুথপেস্ট ও সাবানের প্যাকেট এবং বাসের লাইটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে ভোরে যাত্রীদের কাঁচপুরে নামিয়ে দেওয়া হয়। রিয়াদ/শিশির পরিবহনের লাইনম্যান রায়হান বনভোজনের উদ্দেশে গাড়িটি রিজার্ভ করে কক্সবাজার পাঠান। বাস পিকনিকে পাঠানোর আড়ালে ইয়াবা বেশ কয়েকটি চালান কক্সবাজার থেকে এনেছে। চার বছর ধরে রায়হান এই পেশার সঙ্গে জড়িত। তার তাকে গ্রেপ্তারে র‌্যাব অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এসএস/জেবি)