মুসলিমদের ওপর সহিংসতা: সৈয়দপুরে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ২১:২৩

ভারতসহ সারাবিশ্বের মুসলমানদের ওপর সহিংস হামলা ও মসজিদে আগুন দেয়াসহ বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত মানববন্ধন করেছে। বুধবার বেলা ১১টায় শহরের শহীদ ডা. জিকরুল হক রোডস্থ সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক গুলজার আহমেদ আল আশরাফী।

বক্তব্য দেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম কাদেরী, ধর্মবিষয়ক সম্পাদক ও ঐতিহাসিক চিনি মসজিদের ইমাম সাঈদ রেজা, ইসলামী মিশনের সভাপতি মানিক রেজভী, জুবায়ের আলম এমাদী, সামসুল আলম আশরাফী বাবু, আবু রায়হান, থানা শাখার সভাপতি শফি রেজা, সাধারণ সম্পাদক খালিদ আজম, মিস্ত্রিপাড়া গাউসিয়া মসজিদের ইমাম রেজওয়ান আল কাদেরী প্রমুখ।

বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে অন্য ধর্মের লোককে নির্যাতন বা হত্যা নিষেধ। হিন্দু ধর্মের মানুষরা মসজিদে আগুন ও মুসলমানদের ঘর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা মানুষ হত্যা করছে। আগুন দেয়া ও মুসলিম হত্যার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান বক্তারা।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :