জয়পুরহাটে হতদরিদ্র শিক্ষার্থীদের বই দিলেন মেয়র

প্রকাশ | ০৪ মার্চ ২০২০, ২১:৫৩

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

শিক্ষার্থীদের নোট বই থেকে দৃষ্টি ফিরিয়ে এনে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ও তাদের মেধার বিকাশে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জয়পুরহাট পৌর কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে জয়পুরহাট শহরসহ আশপাশের এলাকাগুলোর সাড়ে চার শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামারসহ মানবিক, বিজ্ঞান ও বাণিজ্যিক বিভাগের মূল পাঠ্যপুস্তক বিতরণ করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

টাকার অভাবে মৌলিক বইগুলো কিনে পড়তে পারে না দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। বিষয়টি উপলব্ধি করে নিজ  অর্থায়নে পৌর মেয়র সাড়ে চার শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তক বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রানা কুমার মণ্ডল, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদ ইকবাল সদু, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউন্সিলর মুক্তারাম দাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক উপস্থিত ছিলেন। 

(ঢাকাটাইমস/৪মার্চ/কেএম/এলএ)