গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১৫

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২০, ২২:১৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার জের ধরে বুধবার ভোরে পরিকল্পিতভাবে একাধিক বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পাঁচজন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় আধিপত্য বিস্তার, মাদক বিক্রিতে বাধা ও পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। রাসেল বাহিনীর উজ্জ্বলের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে রসুলপুর গ্রামের মিলন মিয়াজী ও তার একাধিক অনুসারীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

মিলন মিয়াজী জানান, গত ২৮ ফেব্রুয়ারি বিকালে সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীরা আমার ছোট ভাই মারুফ মিয়াজী ও হৃদয় মিয়াজীকে মারধর ও তিনটি ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। রসুলপুর খেয়াঘাট এলাকা থেকে প্রায় সাত লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় গজারিয়া থানায় রাসেল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছিলাম। অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মামলার কোনো আসামি আটক করতে পারেনি পুলিশ। সপ্তাহ পার না হতেই আবারো আক্রান্ত হয়েছি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, রাসেল ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :