কামারখালী বাজার অক্ষুণ্ন রেখে রেল লাইন স্থাপনের দাবি

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ মার্চ ২০২০, ১৯:৪০ | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৯:০৫

ফরিদপুরের মধুখালী উপজেলার দুই শ বছরের ঐতিহ্যবাহী কামারখালী বাজার অক্ষুণ্ন রেখে রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। কামারখালী বাজার রক্ষা সমন্বয় কমিটি ও ব্যবসায়ীদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচি পালন হয়।

ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সালাম মন্ডল।

বক্তারা বলেন, বাজার এলাকার বাইরে দিয়ে রেল লাইন স্থাপন হোক। নয়তো ক্ষতিগ্রস্ত হবে অন্তত সহস্রাধিক ব্যবসায়ী এবং তাদের পরিবারের অর্ধ লক্ষাধিক মানুষ। মানববন্ধনে বাজারের সহস্রাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রাকিব হোসেন চৌধুরী (ইরান), হাজী রমিজ উদ্দিন, ফজলুল হক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবু বককার মোল্লা, আতাউর রহমান মিয়া, মনিরুজ্জামান চৌধুরী (টার্গেট), দীপক সাহা, নাসিরুল ইসলাম মৃধা, উজ্জল মোল্যা, রতন কুমার সাহা প্রমুখ।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :