স্বামী হত্যার নয় বছর পর দুই ভাইসহ সাবেক স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ২১:১২

রাজধানীর সবুজবাগে এক ব্যক্তিকে হত্যায় নয় বছর আগের এক মামলায় সাবেক স্ত্রী ও তার দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১ মার্চ তাদেরকে গ্রেপ্তার করা হলেও বৃহস্পতিবার বিকালে বিষয়টি গণমাধ্যমে জানায় বাহিনীটি। গ্রেপ্তাররা হলেন- নিহতের সাবেক স্ত্রী আছমা আক্তার ইভা, তার দুই ভাই আরিফুল হক আরিফ ও মোহাম্মদ রানা বাবু।

এই তিনজনসহ এই হত্যাকান্ডে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) বশির আহমেদ ঢাকাটাইমসকে নিশ্চিত করেছেন।

জানা যায়, ২০১১ সালের মার্চে সুজন নামের এক যুবককে হত্যা করে খালে ফেলে লাশগুমের চেষ্টা করা হয়। ছয়দিন পর খালে ভেসে ওঠা অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

হত্যাকান্ডের পর নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। পুলিশ হত্যার রহস্য উদঘাটনে মাঠে নেমে মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করতে না পারলেও তিনজনকে গ্রেপ্তার করে।

সম্প্রতি মামলার তদন্ত পায় পিবিআই। কুমিল্লায় ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তারা হত্যার পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করে।

পিবিআইয়ের এসপি বশির আহমেদ জানান, চাঞ্চল্যকর এই হত্যায় সুজনের সাবেক স্ত্রী আছমা আক্তার ইভাকে কুমিল্লার লাকসাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিকে দুই ভাইকে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘২০০৮ সালে ইভার সঙ্গে সুজনের বিয়ে হয়। কিন্তু একবছর পরেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হলেও দুইজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এদিকে ইভাকে স্থানীয় ফাইজুল নামে এক যুবক ভালোবাসত। সেই সূত্র ধরেই সুজনকে হত্যা করা হয়।

(ঢাকাটাইমস/০৫মার্চ/এসএস/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :