মানিকগঞ্জে তাঁতবস্ত্র হস্তশিল্প পণ্য মেলা শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ২১:৫৫

মানিকগঞ্জে মাসব্যাপী তাঁতবস্ত্র হস্তশিল্প পণ্য মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এই মেলার উদ্বোধন করেন।

মুজিববর্ষ উপলক্ষে জেলা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় মানিকগঞ্জ প্রেসক্লাব এই মেলার আয়োজন করে।

উদ্বোধন অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ ফটো, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন।

মেলা তাঁত ও হস্তশিল্পের নানা পণ্য এবং বিভিন্ন খাবারের দোকান রয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য আটটি রাইড রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

(ঢাকাটাইমস/৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :