যাদুকাটা নদীতে ১৭ নৌযানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ২২:২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধ নৌযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৭টি অবৈধ নৌযানকে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাঠানপাড়া মিয়ারচড় খেয়াঘাট সংলগ্ন গাঘড়া এলাকায় এ অভিযান চলে।

বাংলাদেশ নৌ পুলিশ, তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহয়োগিতায় নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটন আদালত পরিচালনা করেন।

প্রায় ঘণ্টাব্যাপী যাদুকাটা নদীতে চলাচলকারী কাগজপত্রবিহীন নৌযান, নৌকায় জীবন রক্ষাকারী সরঞ্জাম ও চালকের (মাঝির) ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ১৭টি নৌযান ও মাঝিকে আটক করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক মোহাম্মদ শাজাহান সিরাজ (ছাতক ও ভৈরব), তাহিরপুর থানার এসআই গোলাম মোস্তফা ও এসআই রকিব প্রমুখ।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :