করোনা থেকে সুরক্ষায় মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ মার্চ ২০২০, ১৭:৩১
ফাইল ছবি

বিশ্বব্যাপী ভয়াবহ আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাস থেকে বাংলাদেশ যেন সুরক্ষিত থাকে সে কামনায় মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে এই দোয়া করা হয়।

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম ও খতিবরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন। সাম্প্রতিক সময়ে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের বিস্তার মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশ প্রচণ্ড ঝুঁকির মধ্যে থাকলেও এখনো এখানে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।

(ঢাকাটাইমস/০৬মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :