ফেনী প্রেসক্লাবের একাংশের নতুন কমিটি

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ২০:০২

ফেনী প্রেসক্লাবের আরেকটি কমিটি করা হয়েছে। শনিবার ঘোষিত নবগঠিত কমিটিতে জসিম মাহমুদ (দৈনিক ডিজিটাল সময়) সভাপতি ও এসএম ইউসুফ আলী (দৈনিক অধিকার/ নিউজ টুডে) সাধারণ সম্পাদক হয়েছেন। ক্লাবের একাংশের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনএন জীবন ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় ৪৩ জন সদসের মধ্যে ৪১ জনের ও ১৩ জন সহযোগী সদস্যের মধ্যে ১০ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের ভোট নেয়া হয়।

কমিটির অন্যরা হলেন: সহ-সভাপতি শিহাব উদ্দিন লিটন (নিউনেশান/আমার সংবাদ) ও রোকসানা সিদ্দিকী (সমসাময়িক প্রতিদিন/ সাপ্তাহিক ফেনীর সমসাময়িক), সহ-সাধারণ সম্পাদক কাফি দিদার (বিজয় টিভি) ও কাজী হাবীব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ শাহাদাত হোসাইন (প্রতিদিনের সংবাদ/ এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী (মাইটিভি), প্রচার সম্পাদক মিজানুর রহমান (খবরপত্র/ সাপ্তাহিক ফেনীর রবি), ক্রীড়া সম্পাদক ওমর ফারুক (সকালের সময়), সাহিত্য সম্পাদক সফি উল্যাহ (ইউএনবি/দেশ রূপান্তর), সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ (আজকালের খবর), প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম (আমাদের কন্ঠ), তথ্যপ্রযুক্তি সম্পাদক এম. শরিফ ভূঞা (আজকের সময়/সমসাময়িক প্রতিদিন), ধর্মবিষয়ক সম্পাদক আহসান উল্যাহ (চ্যানেল এস), কার্যকরী সদস্য শাহজালাল রতন (সমকাল), জামাল উদ্দিন ছুট্টু (সাপ্তাহিক বৈকালী), আবুল কাসেম চৌধুরী (বাংলাদেশ বেতার), এনএন জীবন (সাপ্তাহিক স্বদেশপত্র), জালাল উদ্দিন বাবলু (সাপ্তাহিক শমসের নগর), সৈয়দ মনির হোসেন (ভোরের কাগজ/সাপ্তহিক ফেনীর ডাক)।

সাধারণ সদস্যরা হলেন- জাফর সেলিম (এশিয়ান টিভি/ সাপ্তাহিক নির্ভীক), আরিফ আজম (ঢাকা টাইমস/ফেনীর সময়), ফজলুর রহমান বকুল (সাপ্তাহিক মূহুরী), খালেদ খাঁন (সাপ্তাহিক ফেনীর গৌরব), জাকের হায়দার সুমন (বাংলা টিভি), সৈয়দ ইয়াছিন সুমন (সাপ্তহিক ফেনীর প্রত্যয়/ ইনকিলাব), মাহবুবুল হক (পাক্ষিক পরশুরাম), জাহাঙ্গীর কবির লিটন (পাক্ষিক ছাগলনাইয়া), ইমাম হাসান কচি (ডেইলি বাংলাদেশ পোস্ট), এমাম হোসেন (প্রথম ফেনী/ভোরের পাতা), শহীদ উল্যাহ ভূঞা (খবর), হাবীব মিয়াজী (আজকের মেইল/ আমার সময়), এইচ পাটোয়ারী (দৈনিক আজকের পত্রিকা), কাজী সালাহ উদ্দিন নোমান (ফেয়ার বার্তা/ ভোরের সময়), মো: বেলাল হোসেন (অর্ধসাপ্তাহিক পথ), তোফায়েল আহম্মদ নিলয় (গণকন্ঠ), তসলিম চৌধুরী (এশিয়ান বাণী), ফারুক সবুজ (আমাদের বার্তা), সাদ্দাম হোসেন গণি (ঢাকা প্রতিদিন), এম এইচ খোকন (লাখো কন্ঠ), আবদুল্লাহ আল মামুন (দেশ বার্তা), জসিম উদ্দিন ফরায়েজী (ডেসটিনি) ও সাহেদ হোসেন চৌধুরী (নবচেতনা)।

সহযোগী সদস্যরা হলেন- বকুল আক্তার দরিয়া (অধিকার/ মাসিক পানসী), সাহিদা সাম্য লিনা (বাংলাদেশের খবর/ মাসিক আঁচল), আবু তাহের পন্ডিত (জাতীয় নিশান), কবির আহম্মদ নাসির (আমাদের সময়/স্টার লাইন), নাছির উদ্দিন (নয়াপয়গাম/ সাপ্তাহিক নির্ভীক), শহীদুল ইসলাম (স্বদেশ প্রতিদিন), আলাউদ্দিন সবুজ (খোলাবাজার), ওবায়েদুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), আবদুল্লাহ রিয়েল (গণবার্তা/সময়ের কন্ঠস্বর), সুমন চন্দ্র ঘোষ (জনতার দলিল), মিজানুর রহমান (আমার সংবাদ), মশিউর রহমান মিলন (নিঝুম বাংলা), এমএম রহমান সোহেল (সাপ্তাহিক শুচিতা)।

প্রসঙ্গত, এর আগে প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধে দুই ভাগে বিভক্ত হওয়ার পর থেকে ক্লাব সিলগালা করে দেয়া হয়। এক অংশের নেতৃত্বে রয়েছেন আবু তাহের ভূঁইয়া (ডিবিসি নিউজ/অবজারভার) ও আরিফুর রহমান (যমুনা টিভি/ আমাদের সময়), অপর অংশের নেতৃত্বে রয়েছেন দিলদার হোসেন স্বপন (চ্যানেল ২৪/দৈনিক দৃষ্টান্ত) ও শেখ ফরিদ উদ্দিন আত্তার (দেশ টিভি/ মানববকন্ঠ)।

(ঢাকাটাইমস/৭মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :