মা-বাবার স্বপ্নপূরণে বিদ্যালয় স্থাপন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ২১:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মা-বাবার স্বপ্নপূরণে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছেন এক মৃত দম্পতির সন্তানরা। গত শুক্রবার বিকালে বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে রাজাপুর গ্রামের বাজারে এক সমাবেশ হয়েছে।

এর উদ্যোক্তারা হলেন- প্রফেসনাল ইঞ্জিনিয়ার রেজিস্ট্রেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান হামিদুল হক, হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালের সিইও হালিমুল হক, পদ্মা বহুমুখী সেতুর কনসালটেন্ট প্রকৌশলী মোজাম্মেল হক সেলিম, সিএমএইচের চিকিৎসক মনিরুল হক, রেহানা বেগম, মিনারা বেগম, লুৎফা বেগম, সুরাইয়া বেগম।

তারা সকলেই উপজেলার রাজাপুর গ্রামের মৃত শিক্ষিকা আনোয়ারা বেগম ও মৃত সরকারি কর্মকর্তা জামির উদ্দিন আহমেদের সন্তান।

মা-বাবার মৃত্যুর পর তাদের স্বপ্ন পূরণে তারা এ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন।

তাদের মা-বাবার নামে বিদ্যালয়ের নামকরণ করা হবে রাজাপুর আনোয়ারা-জামির উদ্দিন উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে এরই মধ্যে তারা ৪২ শতক জমি দান করেছেন। শিগগির মাটি ভরাটের কাজ শুরু হবে। আগামী বছর থেকেই বিদ্যালয়টি চালু হবে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন- প্রকৌশলী হামিদুল হক, সিএ হালিমুল হক, আশা ইন্টারন্যাশনালে চিফ অপারেটিং অফিসার এনামুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু প্রমুখ।

এসময় গ্রামবাসীরা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

(ঢাকাটাইমস/৭মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :