লক্ষ্মীপুরে জাটকা নিধনের অভিযোগে আটক ২০

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২০, ১৭:৩৪

লক্ষীপুরে জাটকা নিধনের অভিযোগে ২০ জেলেকে আটক করেছে মৎস বিভাগ। রবিবার সকালে রায়পুরে মেঘনার সাজু মোল্লারহাটসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ২০০০ মিটার কারেন্ট জাল, তিনটি নৌকা ও এক মণ ইলিশ জব্দ করা হয়। আটকরা সবাই ভোলা ও বরিশালের বাসিন্দা।

নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করা হয় এবং জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদী থেকে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ।

এ আইন অমান্য করলে জেল-জরিমানার বিধান রয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা বেলাল হোসেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :