‘দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২০, ১৮:৩২

কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশের নারীরা সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি পৃথিবীর যেখানেই যাই মাথা উঁচু করে বলতে পারি, আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশের নাগরিক।

রবিবার সকালে হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, হোসেনপুর এএসপি সার্কেল সোনাহর আলী, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাজাহান পারভেজ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের নেতা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :