বিয়ে প্রতারক চক্রের ৬ সদস্যের ২ বছর করে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২০, ১৮:৫৪
ফাইল ছবি

বিয়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা চক্রের এক ভুয়া সাংবাদিকসহ ছয় জনকে দুই বছর করে সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী এ রায় ঘোষণা করেন, যা রবিবার জানা গেছে।

রায়ে প্রত্যেক আসামির ৫ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাস করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আজাদ রহমান নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- এম এ মতিন সরোয়ার (৪২), মোস্তফা ওরফে ঝন্টু (৩৪), আজমান ওরফে রানা (২৮), সাগর মিয়া ওরফে আবু তাহের (৩৬), আসাদুজ্জামান ওরফে এরশাদ (৩২) ও কাশেম (২৩)। দণ্ডপ্রাপ্তরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দণ্ডিতদের মধ্যে এম এ মতিন সরোয়ার নিজেকে দৈনিক স্বাধীন সংবাদের যুগ্ম সম্পাদক পরিচয় দিতেন।

২০১৫ সালের ১ এপ্রিল মুক্তিযোদ্ধা এস্কান্দার আলী মিয়া (৬৪) উত্তরা-পশ্চিম থানায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধা এস্কান্দার আলীর স্ত্রী ২০১৩ সালে মারা যান। নিজের দেখাশুনা ও খেদমত করার জন্য তিনি একজন নামাজি মহিলাকে বিয়ে করার জন্য খুঁজতে থাকেন। একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেখে তিনি ফোন দেন। পাত্রী দেখানোর জন্য আসামিরা তাকে অনুরোধ করেন। তিনি ইস্টার্ন প্লাজায় এসে এক বিধাব মহিলাকে দেখান আসামিরা। এরপর ওই বছর ২৮ মার্চ আসামিরা উত্তরা-পশ্চিম থানাধীন ১০ নং সেক্টরস্থ ১২ নং রোডের ৪ নং বাড়িতে আসতে বলেন। এস্কান্দার আলী সেখানে গেলে আসামিরা তাকে মারধর করেন এবং এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আসামিরা তার কাছে থাকা ৯ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের করে রাস্তায় ছেড়ে দেয়ার সময় তার ডাক চিৎকারে একজন আটক হন। এরপর বাদী দণ্ডিত ৬ জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ওই বছর সংশ্লিষ্ট থানার এসআই মুহাম্মদ ফিরোজ আলম ৯ এপ্রিল ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই বছরের ১৩ জুলাই ৬ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত চার্জশিটভূক্ত ১১ জন সাক্ষীর মধ্যে চারজনের সাক্ষ্যগ্রহণ করেন।

ঢাকাটাইমস/০৮মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :