‘ফরিদপুর এখন শান্তির শহর’

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
| আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:০৮ | প্রকাশিত : ০৮ মার্চ ২০২০, ২০:৪৪

ফরিদপুর এখন শান্তির শহর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। রবিবার ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা হয়।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ফরিদপুর শহর এখন শান্তির শহর। এখন ফরিদপুর শহরে কোন চাঁদাবাজি, ছিনতাইকারী নেই। মা-বোনেরা নির্বিঘ্নে গভীর রাতেও শহরে চলাচল করতে পারেন।

তিনি বলেন, ফরিদপুরবাসী অত্যন্ত নিরাপদে আছেন। ফরিদপুরবাসী এখন উন্মুক্ত পরিবেশে চলতে পারেন। উন্মুক্ত পরিবেশে চলতে পারলে মানুষের উদারতা বাড়ে, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য বাড়ে।

আইন-শৃঙ্খলায় ফরিদপুর একটি বিশিষ্ট স্থানে যাবে। সার্বিক উন্নয়নে ৬৪ জেলার মধ্যে ফরিদপুর পঞ্চম স্থানে রয়েছে। এসময় ফরিদপুরকে উন্নয়ন করতে স্ব-স্ব দপ্তরকে নির্দেশনা দেন সাবেক এই মন্ত্রী।

সভায় জেলা প্রশাসক অতুল সরকার সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য দেন- পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ রুবেল, জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাছ হোসেন, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।

এছাড়া বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের প্রধানরাও বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :