‘মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২০, ১৯:৪৪

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, ‘বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পরেই আমরা মাদক নির্মূলে কাজ করছি। মাদকের চালান যেন দেশে না আসতে পারে সেজন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো মূল্যে মাদক সরবরাহ বন্ধ করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।’

সোমবার দুপুরে বাগেরহাটে পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয় ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে আইজিপি হেলিকপ্টারযোগে খানজাহান আলী কলেজ মাঠে নামেন। সেখান থেকে শহরের খারদ্বারে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত পুলিশ সুপারের কার্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন। ফলক উন্মোচন শেষে ভবন পরিদর্শন করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিভিন্ন টেরাকোটা পরিদর্শন করেন আইজিপি। এরপর তিনি খুলনার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করেন।

নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাগেরহাটের পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম টুকু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বাগেরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‘পুলিশ সুপার অফিস ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আট কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় বাগেরহাট শহরের খারদ্বারে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :