দুই অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ, দুজনকে বদলি

প্রকাশ | ০৯ মার্চ ২০২০, ২০:১৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জনপ্রশাসনে দুই অতিরিক্ত সচিবকে প্রেষণে নিয়োগ এবং দুজনকে বদলি করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম রোকসানা মালেক এনডিসিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবলায়ের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। আর জাতীয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অভিজিৎ চৌধুরীকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিটের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম গুলনার নাজমুন নাহারকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর পেট্রোবাংলার পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামালকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এএ/জেবি)