নরসিংদীতে ছাত্রদলের প্রথম সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশ | ০৯ মার্চ ২০২০, ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নরসিংদীতে ছাত্রদলের প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে মরহুমের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়।

১৯৮৭ সালে স্বৈরাচার বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ ছাত্র ধর্মঘটের আহ্বান করা হয়। তার  আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এরপর ঘটনা ধামাচাপা দিতে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। গুরুতর আহত বাবলুকে তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এরপর থেকে প্রতিবছর দিনটি উপলক্ষে শহীদ মাহবুবুল হক স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার মৃত্যুবার্ষিকী পালন করে।

(ঢাকাটাইমস/৯মার্চ/পিএল/এলএ)