স্ত্রীর অশালীন ছবি প্রকাশে সাবেক স্বামী কারাগারে

প্রকাশ | ০৯ মার্চ ২০২০, ২১:৫৯

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরে বিরামপুরে স্ত্রীর অশালীন ছবি ফেসবুকে প্রকাশের অভিযোগে তার সাবেক স্বামী আব্দুল্লাহ আল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তাকে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

আসামি আব্দুল্লাহ আল হাসান জেলার নবাবগঞ্জ উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১২ জুলাই জেলার হাকিমপুর উপজেলার মুখুরিয়া গ্রামের জামান আলীর মেয়ে ফারজানা আক্তার নাইসকে আব্দুল্লাহ আল হাসান বাড়ি থেকে তুলে নিয়ে জয়পুরহাট নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন। এরপর ২০১৩ সালে আব্দুল্লাহ আল হাসান চীনে চলে যায়।

সেখান থেকে স্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় বিভিন্ন ধরনের অশালীন ভিডিও দৃশ্য স্ক্রিনশর্ট করে রাখত। দেশে আসার পর স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করলে ২০১৮ সালের ১৩ আগস্ট ফারজানা আক্তার স্বামীকে তালাক দিলে সে এ কাজটি করে।

ফারজানার বাবা জামান আলী অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে তার স্বামীকে তালাক দেয়ায় সে আমার মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিতে থাকে। গত ২০ ওই ছবিগুলো বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার মেয়ের, আমার অপর জামাতা, মেয়ের বন্ধু-বান্ধবসহ আত্মীয়-স্বজনের ফেসবুক মেসেঞ্জারে পাঠায় এবং তা ভাইরালের হুমকি দেয়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, গত রবিবার রাতে ফারজানার বাবা আব্দুল্লাহ আল হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে ওই রাতেই পুলিশ অভিযান চালায়। এসময় ঘোড়াঘাট রেলগুমটি এলাকায় অভিযান চালিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৯মার্চ/পিএল/এলএ)