করোনা সচেতনতায় কাজ করবে শিল্পী সমিতি

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:৫৩ | প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১০:৩২

বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে মরণঘাতী করোনাভাইরাস। এর ছোবলে ইতোমধ্যেই ঝরে গেছে বহু প্রাণ। আক্রান্তের সংখ্যা অগণিত। দেশে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে উল্লেখযোগ্যহারে। সম্প্রতি বাংলাদেশেও তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের দুজন ইতালি ফেরত এবং তারা একই পরিবারের সদস্য।

এর ফলে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই পরিস্থিতিতে জনসমাগম হয়, এমন অনুষ্ঠান বা জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। তবে অযথা আতঙ্কিত না হয়ে দেশের মানুষকে কিছু নিয়ম কানুন মেনে চলতে এবং সচেতন হতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

দেশের মানুষের মধ্য থেকে করোনাভাইরাস আতঙ্ক দূর করতে এবং এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে এবার মাঠে নামতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এমনটাই জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক এবং অভিনেতা জায়েদ খান। তিনি বলেন, ‘শিল্পীদের কাজ শুধু অভিনয় করা নয়, সমাজের যেকোনো প্রতিকূলতায় সবার পাশে দাঁড়ানোও তাদের দায়িত্ব।’

জায়েদ খান চান, সারা বিশ্বে ও বাংলাদেশে করোনাভাইরাস নিয়ে যে আতঙ্ক বিরাজ করছে তাতে সবাই সচেতন হোক। তার কথায়, ‘এতে আমরা এই ভাইরাস মোকাবিলা করতে পারব। সমিতির পক্ষ থেকে সচেতনতা তৈরিতে আমরা কাজ করব। দু-একদিনের মধ্যে মিটিং করে, সিদ্ধান্ত নিয়ে আমরা কার্যক্রম হাতে নেব। চলচ্চিত্রের সব শিল্পীকে সঙ্গে নিয়ে জনসচেতনতায় প্রচারণা চালাব।’

নায়ক আরও বলেন, ‘এরই মধ্যে আমরা কাজ শুরু করেছি। এসএমএসের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। মুজিব শতবর্ষে আমাদের যে কার্যক্রম ছিল, তা শিথিল করেছি। বর্ণাঢ্য শোভাযাত্রা করার কথা ছিল, তাও ছোট করেছি। করোনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সচেতনতা তৈরির কার্যক্রম চালানোর আগে আমরা সংবাদ সম্মেলন করে সবাইকে জানাব।’

ঢাকাটাইমস/১০মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :