মমর কণ্ঠে অনুরূপ আইচের ‘মুজিববর্ষ’

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১১:৩৪

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ শিরোনামে একটি গান লিখেছেন দেশবরেণ্য গীতিকার ও লেখক অনুরূপ আইচ। সেই গানে কণ্ঠ দিয়েছে শিশুশিল্পী আতিকা রহমান মম।

সংগীত পরিচালক ও সুরকার রাজন সাহার সুর ও সংগীতে ইতোমধ্যে গানটির রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে। এছাড়া নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও। মুজিববর্ষ উপলক্ষে ভিডিওসহ গানটি প্রকাশ করবে বাজনাবিডি।

এ ব্যাপারে গীতিকার অনুরূপ আইচ বলেন, ‘মুজিববর্ষ নিয়ে আমার ‘মুজিববর্ষ’ গানটি খুব ভালো গেয়েছে আতিকা রহমান মম। এই গানটিকে শুধু গান বললে ভুল হবে, এটি স্লোগানের মতোই বুকে গেঁথে থাকবে বলে আশা করি। এই গানের তালে সবার নাচার উপক্রম হবে।’

তিনি আরও বলেন, ‘জাতির পিতাকে নিয়ে গান লিখতে পারা যেকোনো গীতিকারের জন্য সম্মানের ও সৌভাগ্যের ব্যাপার। আমি শুধু চাই, আমার লেখা এই গান প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে যাক। গান শুনলে তিনি অবশ্যই পছন্দ করবেন বলে আমি আত্মবিশ্বাসী।’

সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা বলেন, ‘আতিকা মম শিশুশিল্পী হলেও খুব ভালো গান গেয়েছে। তার ভবিষ্যত উজ্জ্বল। মমর কণ্ঠে অনুরূপ আইচ দাদার এই গান যে একবার শুনবে, তারই ভালো লেগে যাবে।’

শিশুশিল্পী আতিকা রহমান মম বলে, ‘অনুরূপ আইচ আঙ্কেলের লেখা গান আমি আগেও গেয়েছি। তবে বঙ্গবন্ধুকে নিয়ে ‘মুজিববর্ষ’ গানটি একেবারেই অন্যরকম। গানটি গাইতে পেরে খুব ভালো লাগছে।’

ঢাকাটাইমস/১০মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :