‘সিগারেটের আগুনে’ পুড়ল পাঁচ কৃষকের পানবরজ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৮:২৫

ঝিনাইদহের কালীগঞ্জে পাঁচ কৃষকের পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর ধারণা, ফেলে দেয়া সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামের মাঠে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে শালিখা গ্রামের মাঠে পানবরজে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। টের পেয়ে প্রথমে এলাকাবাসী আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর সদস্যদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গ্রামের কৃষক বাকের আলী, নয়ন হোসেন, খোকন, আকাশ ও ইমরানসহ পাঁচ কৃষকের প্রায় সাত বিঘা জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তিনি আরও বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকাটাইমস/১০মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :