টেম্পারিং করে ওষুধের দাম বাড়াতো তারা

প্রকাশ | ১০ মার্চ ২০২০, ১৯:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

প্যাকেটের গায়ে মূল্য টেম্পারিং করে বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে রাজধানীর গুলশানের তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। এছাড়া ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে অভিযানে গুলশানের আল মদিনা ফার্মেসিকে ২০ হাজার টাকা, ইউনাইটেড ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং ইসলাম ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল ঢাকা টাইমসকে জানান, অভিযানে ফার্মেসিগুলোতে পর্যাপ্ত হ্যান্ড স্যানিটাইজারের মজুদ পাওয়া গেছে এবং বেশি দামে বিক্রি করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং মূল্য টেম্পারিং করে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এই কারসাজির অপরাধে তিনটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আব্দুল জাব্বার মণ্ডল।

(ঢাকাটাইমস/১০মার্চ/এসএস/জেবি)