টাঙ্গাইলে ব্যাংক জালিয়াতি, দুজনের রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ২২:১৬

টাঙ্গাইলের বাংলাদেশ কৃষি ব্যাংক সখীপুর তক্তারচালা শাখায় জালিয়াতি করায় ওই চক্রের আটক দুই সদস্যের রিমান্ডের আবেদন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের টাঙ্গাইল আদালতে পাঠায় পুলিশ।

জানা গেছে, জালিয়াতি চক্রের এক সদস্য বাংলাদেশ কৃষি ব্যাংক তক্তারচালা শাখায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে সোহাগ নামে একটি হিসাব খোলেন। সোমবার দুপুরে ব্যাংকের স্টাফদের সিল স্বাক্ষর জাল করে চার লাখ টাকা উত্তোলন করে চলে যান। পরে আবারো তিন লাখ টাকার চেক নিয়ে ব্যাংকে ঘুরাঘুরি করতে থাকেন। এ সময় সন্দেহ হলে তাদের আটক করে চার লাখ টাকা উদ্ধার করেন ব্যাংক কর্মকর্তারা। পরে তারা এ দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করে।

ওই ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল লতিফ মিয়া বলেন, জালিয়াতচক্র কীভাবে অ্যাকাউন্ট খুলেছে তা জানার চেষ্টা চলছে। এছাড়াও চক্রটির সঙ্গে ব্যাংক স্টাফদের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবির বলেনা, এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/১০মার্চ/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :