কুষ্টিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ১৭:১৮

কুষ্টিয়ার খোকসা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় স্বামী দেলোয়ার হোসেন আপনকে ১০ বছর কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সুনামগঞ্জ জেলা কান্দিগাঁও গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ মার্চ গভীর রাতে উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে গৃহবধূ শারমীন আক্তার ভানু (২৫) হত্যা হয়। এ ঘটনায় নিহতের ভাই সামছুল আলম নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপনসহ অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের উপর দেয়া হয়। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডে নিহতের স্বামী দেলোয়ার হোসেন আপন জড়িত এ অভিযোগের প্রাথমিক সত্যতার ভিত্তিতে ২০১৮ সালের ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

রাষ্ট্রপক্ষের কৌশলী অনুপ কুমার নন্দী জানান, খোকসা থানার স্ত্রী হত্যার দায়ে করা মামলায় আসামি দেলোয়ার হোসেন আপনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীভাবে প্রমাণিত হওয়ায় তাকে এ কারাদণ্ড দেয় আদালত।

(ঢাকাটাইমস/১১মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :