জয়পুরহাটে মাটি চাপায় প্রাণ গেল দুজনের

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ১৭:৪৮

জয়পুরহাট সদর উপজেলার মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাটি চাপা পড়ে দুজন ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। বুধবার দুপুরে মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ইছুয়া নয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ও পাশর্^বর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর জাহানপুর গ্রামের আতিয়ার হোসেন।

আহতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার চিরলা গ্রামের বাবু হোসেন ও ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের রায়হান হোসেন।

জয়পুরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম জানান, মল্লিকপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি নির্মাণাধীন ভবনের খনন করা মাটি স্তূপ করে রাখা হয়। সেখান থেকে ট্রাক্টরযোগে মাটিগুলো বিদ্যালয় দপ্তরি রাসেল হোসেনের পুকুরে ভরাট করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এক পর্যায়ে মাটিগুলো সরানোর সময় চারজন ট্রাক্টরশ্রমিক স্তূপের উপর থেকে ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধারের পর দুই শ্রমিকের মৃত্যু নিশ্চিত করেন এবং আহত দুই শ্রমিককে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :