মাগুরায় অবৈধ দোকান উচ্ছেদ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ২০:১৭

মাগুরায় ২৫০ শয্যা হাসপাতালের সামনে গড়ে ওঠা অন্তত ২০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ, ফায়ার সার্ভিস ও পৌরসভার কর্মচারীরা এসব দোকান উচ্ছেদ করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দোকানগুলো স্কেভেটারের মাধ্যমে গুঁড়িয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সরকার এবং জেলা প্রশাসন অত্যন্ত তৎপর। বেশ কিছুদিন ধরে হাসপাতালের সামনের প্রবেশদ্বার দখল করে কিছু লোক অবৈধভাবে দোকান গড়ে তোলে। ফলে যেকোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে জেলা প্রশাসকের নির্দেশে এসব দোকান অপসারণ করা হয়েছে। এ ধরনের অবৈধ স্থাপনা অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১১মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :