দিনাজপুরে করোনা সন্দেহে বাবা-ছেলে কোয়ারেন্টাইনে

প্রকাশ | ১১ মার্চ ২০২০, ২১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

দিনাজপুরে চীনফেতর এক ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার সঙ্গে ওই ছাত্রের বাবাও আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ফলে উভয়কেই এখন পৃথক হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস।

দিনাজপুর সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুস জানান, গত ২৭ ফেব্রুয়ারি চীন থেকে দেশে ফিরেন ওই ছাত্র। তার বয়স ২৫ বছর। দিনাজুর সিভিল সার্জন অফিসের মাঠকর্মীরা গত মঙ্গলবার বিকালে ওই ছাত্রের খোঁজ পান। তার জ্বর-সর্দিসহ শ^াস কষ্ট হয়েছে বলে জানা যায়। এর পর সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণে তাকে হোস কোয়ারেন্টাইনে রাখা হয়।

তিনি বলেন, বিষয়টি জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরকে জানানো হয়েছে। সেখান থেকে একটি টিম নমুনা সংগ্রহের জন্য ওই ছাত্রের বাসায় আসার জন্য রওনা হয়েছেন। তার মাধ্যমে তার পিতাও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে তারা সন্দেহ করছেন। আর এ কারণে পিতা ও ছেলেকে পৃথক পৃথক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চীন থেকে আসার সময় বাংলাদেশ বিমান বন্দরে স্ক্যানিংয়ে কোনো কিছু ধরা পড়েনি বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১১মার্চ/ইএস