রাজবাড়ীতে পেঁয়াজের মাঠ দিবস অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২০, ২২:১০

রাজবাড়ী সদরের মূলঘর ইউনিয়নের এড়েন্দা গ্রামে পেঁয়াজের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার লালতীর সিড লিমিটেড, ফরিদপুর শাখার আয়োজনে এড়ন্দা গ্রামের আদর্শ কৃষক ইউসুফ হোসেন মোল্লার সভাপতিত্বে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে এড়ন্দা ও কোলা গ্রামের শতাধিক পেঁয়াজ চাষিদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন লালতীর সিড লিমিটেডের যশোর অঞ্চলের ডিভিশনাল ম্যানেজার কৃষিবিদ এস এম হামিদুল ইসলাম।

আরও বক্তব্য দেন লালতীর সিডের ফরিদপুর রিজিওনাল ম্যানেজার হারুন-অর-রশিদ, রাজবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম. মনিরুজ্জামান, রাজবাড়ী কৃষিঘরের পরিচালক আব্দুল খালেক, কোলারহাট মওলা কৃষি ভান্ডারের আজমল মণ্ডল, অত্র এলাকার পেঁয়াজ চাষী রকিব উদ্দিন, আহমদ আলী মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস হোসেন ও মনজুর মোর্শেদ।

বক্তব্যে মাঠের চাষিরা জানান, তারা এবার পেঁয়াজের বাম্পার ফলন পেয়েছেন। তারা এবার খেতে উন্নতমানের লালতীর পিয়াজ বীজের তৈরি হালি রোপণ করে শতাংশ প্রতি সাড়ে তিন থেকে চার মণ করে পেঁয়াজ উৎপাদন করতে পেরেছেন। তবে আগামী রমজানে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ এবং দেশের কৃষকদের পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সমাবেশের আগে কৃষি কর্মকর্তারা এড়েন্দ ও কোলা গ্রামের পেঁয়াজ খেত পরির্দশন করে লালতীরের বিভিন্ন সিডের গুণ বর্ণনা করেন।

ঢাকাটাইমস/১১মার্চ/কেএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :