‘জনশুমারিতে প্রবাসীদেরও গণনা করা হবে’

প্রকাশ | ১২ মার্চ ২০২০, ১৮:০৯ | আপডেট: ১২ মার্চ ২০২০, ১৮:১১

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

আগামী জনশুমারি ও গৃহগণনায় প্রবাসীদেরও গণনা করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জনশুমারি ও গৃহগণনা-২০২১ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ তথ্য দেন।

তিনি জানান, এবারের জনশুমারিতে নতুন কিছু বিষয় সংযোজন করা হয়েছে। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হলো এবার প্রবাসীরাও গণনার মধ্যে পড়বেন। ফলে জনশুমারি হবে নির্ভুল।

তিনি আরো জানান, খানা প্রণয়নে মূল শুমারির আগে লিস্টিং অপারেশন পরিচালনা করা হবে এবং প্রতিটি উপজেলায় হাউজহোল্ড স্টিকার লাগানো হবে। প্রথমবারের মতো এ শুমারিতে মাল্টিমোড পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে বলে জানান তিনি। মন্ত্রী আরো জানান, স্থানীয় এইচএসসি পাস তরুণ-তরুণীদের এ কর্মসূচির সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয়া হবে।

সভায় জনশুমারি ও গৃহগণনা-২০২১ বিষয়ক উপস্থাপনা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক তাজুল ইসলাম।

তিনি জানান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চালাবে।

বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী-২ সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ মুনসুর রহমান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব শৈরেন্দ্র নাথ চক্রবর্তী, জেলার পুলিশ সুপার শহিদুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১১ সালে পঞ্চম জনশুমারি ও গৃহগণনায় দেশের মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৮ লাখ। এর মধ্যে পুরুষ সাড়ে ৭ কোটি ও নারী ৭ কোটি ৪৮ লাখ।

(ঢাকাটাইমস/১২মার্চ/পিএল/এলএ)