রাঙামাটিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ১৮:৪০

‘পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটিতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি পৌরসভা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে এ অভিযান উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়, যা শহরের আদালত সড়কে এসে হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হুদা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, নির্বাহী হাকিম পল্লব হোম দাস, ইসলাম উদ্দিন, অঞ্জন কুমার দাস, বোরহান উদ্দিন মিঠু, সকিনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা, জামাল উদ্দিন, ফজলুর রহমান বাবু, রুপসী দাশগুপ্ত উপস্থিত ছিলেন।

অভিযান উদ্বোধনের পর জনগণের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/১২মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :