টাঙ্গাইলে ধর্ষণ-হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ২০:৪০

টাঙ্গাইলে এক নারীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম বেগম খালেদা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ধর্ষণ ও হত্যা মামলায় দণ্ডিতরা হলেন- কালিহাতী উপজেলার নূর মোহাম্মদ ওরফে নুরু (৬৫) ও সহায়তাকারী বাসাইল উপজেলার গৃহবধূ নাজমা (৩২)।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার জানান, নিহত আশা কালিহাতী উপজেলার ফৈলার ঘোনা গ্রামের আ. আলীমের মেয়ে। টাঙ্গাইল শহরের এনায়েতপুরে তার নানার বাড়িতে বসবাস করতেন। তাকে ১০/১২ দিন খুঁজে না পাওয়ায় তার বাবা আ. আলীম অজ্ঞাতনামা আসামি করে কালিহাতী থানায় একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :