‘বাঁধের কারণে হাওরের ফসলডুবি হলে কাউকে ছাড় নয়’

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২০, ২০:৪৪

‘বাঁধের কারণে হাওরের ফসলডুবি হলে এর দায় এড়িয়ে গিয়ে কেউ পার পাবে না। বাঁধে কোনো ধরনের অনিয়মকারীকে ছাড় দেয়া হবে না’- এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

কবির বিন আনোয়ার বলেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বাঁধে ঘাস লাগানোর নির্দেশনা দেন। এ সময় বাঁধ নির্মাণ পরিদর্শনকালে তিনি বাঁধ সংশ্লিষ্ট পিআইসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ১৩৪৮-৫৬ নম্বর পিআইসির ১৫টির বেশি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী নিজামুল হক ভুঁইয়া, সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মহোন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান এবং তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যনার্জিসহ অন্যান্যরা।

(ঢাকাটাইমস/১২মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :