জেলা চায় ভৈরববাসী

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২০, ২০:১৬

কিশোরগঞ্জের ভৈরবে আবারও ৬৫তম জেলা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় ভৈরব রেলওয়ে স্টেশনে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভৈরবকে দেশের ৬৫তম জেলা হিসেবে বাস্তবায়নের দাবিসহ ঢাকা- কিশোরগঞ্জ রেলওয়ে লাইনে বাইপাস রেলওয়ে প্রকল্প বাতিল ও স্টেশনে বিভিন্ন পথে ট্রেনের যাত্রাবিরতিসহ আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সুলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব চেম্বার অব কমার্সের সভাপতি হুমায়ুন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবদুল হেকিম রায়হান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :