জমি লিখে না দেয়ায় মাকে মারধরে পুত্র-পুত্রবধূ কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ১৮:৩৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি লিখে না দেয়ায় আছিয়া বেগম নামে এক বৃদ্ধা মাকে মারধরের অভিযোগে তার পুত্র ও পুত্রবধূকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আসামিরা হলেন- ভুক্তভোগী আছিয়া বেগমের ছেলে রইচ উদ্দিন ও তার স্ত্রী অঞ্জনা বেগম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, জমি লিখে না দেয়ায় ৪ মার্চ রাতে আছিয়া বেগমকে তার ছোট ছেলে রইচ, রইচের স্ত্রী ও রইচের ছেলে মিলে মারধর করে। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ ঘটনায় তার বড় ছেলে নাসির মিয়া ৫ মার্চ পাঁচজনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :