‘সচেতনতাই পারে করোনাভাইরাস প্রতিরোধ করতে’

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ১৮:৪২

‘আতঙ্ক নয়, করোনাভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধ করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গু মোকাবিলা করা হয়েছে। আল্লাহর রহমতে করোনাভাইরাস প্রতিরোধও করতে সক্ষম হব। তবে সচেতনতার বিকল্প নেই।’

শনিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটের উদ্বোধন শেষে স্বাস্থ্য চিকিৎসাসেবা ও করোনাভাইরাস প্রতিরোধ এবং জনসচেতনমূলক আলোচনা সভায় এসব কথা বলেন হুইপ ইকবালু রহিম।

একই দিন দিনাজপুর কেবিএম কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন করেন তিনি।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও দিনাজপুর ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পৃথক পৃথক এ অনুষ্ঠানে বক্তব্য দেন- দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নির্মল কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আহাদ আলী, দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, দিনাজপুর বিএমএর সভাপতি ওয়ারেস আলী সরকার, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ওয়াহেদুল হক, আবাসিক মেডিকেল অফিসার পারভেজ সোহেল রানা, পরিবার পরিকল্পনার ডিডি আরিফ হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :