মানিকগঞ্জে ছয় দিনে ‘হোম কোয়ারেন্টাইনে’ দুই শতাধিক বিদেশফেরত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ২১:২৪

মানিকগঞ্জে ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকা বিদেশফেরত ব্যক্তিদের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এমন সন্দেহে মানিকগঞ্জে গত ছয় দিনে বিদেশ ফেরত ২২১ জন ব্যক্তিকে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা প্রথম শুরু হয় হোম কোয়ারেন্টাইন। এই দিন সাটুরিয়া উপজেলায় ইতালিফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। প্রতিদিনই বিশ্বের আক্রান্ত দেশ থেকে মানিকগঞ্জে প্রবাসীরা আসতে শুরু করেন। শনিবার দুপুর পর্যন্ত জেলা প্রতিরোধ কমিটির দেওয়া তথ্যমতে, জেলার সাতটি উপজেলার প্রত্যন্ত এলাকায় ২২১ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা স্বাস্থ্য নির্দেশনা মানছেন না। ঘরের ভেতর একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান এবং বাড়ির বাইরে বের হওয়া নিষিধ থাকলেও অনেকেই তা মানছেন না। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সঙ্গে পরিবারের লোকজন অবাধে মেলামেশা করছেন। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের অনেকেই বাড়ির বাইরে ঘোরাফেরা করছেন।

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা কারোর করোনার লক্ষণ পাওয়া যায়নি।

করোনাভাইরাস প্রতিরোধে জেলা সদর হাসপাতালে পুরুষের জন্য ১২টি এবং নারীর জন্য পাঁচটি মোট ১৭টি শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ পৌরসভার কেওয়ারজানী এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে। জেলার কোথাও বিদেশফেরত কারো করোনাভাইরাসের লক্ষণ দেখা না যাওয়ায় এসব শয্যাগুলো খালি রয়েছে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :