সিরাজদিখানে চাইনিজ রেস্টুরেন্টে অসামাজিক কাজ, আটক ৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ২২:০৫

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় মিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কফি হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন ছাত্র-ছাত্রীকে আটক করেছে পুলিশ। রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কাজের জন্য রুম ভাড়া দেয়ায় ওই প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমান আনিসসহ চারজনকে আটক করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিরাজদিখান থানার ডিএইচবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, কাকালদী এলাকায় মিনি চাইনিজ রেস্টুরেন্টে ও কফি হাউজে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদে রেস্টুরেন্টের গোপন কক্ষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন ছাত্র-ছাত্রী ও অনুমোদন ছাড়া রুম ভাড়া দেয়ায় মিনি চাইনিজ রেস্টুরেন্টে ও কফি হাউজের মালিক আনিছুর রহমান আনিসকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :