নববধূ হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ১৭:৫৯

রাজবাড়ীতে শিরিনা খাতুন (২২) নামে এক নববধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সকালে জেলা শহরের ভবানীপুর গ্রামে লালমিয়া সড়ক এলাকায় এ হত্যাকাণ্ড হয়। গত শনিবার এ ঘটনায় একটি মামলা করা হলে পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শামীম আহম্মেদ জেলা শহরের ভবানীপুর গ্রামের লালমিয়া সড়ক এলাকার বাসিন্দ।

নিহত শিরিনা খাতুন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের আশুরহাট গ্রামের সিরাজ মিয়ার মেয়ে। তিনি রাজবাড়ী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের ভাই শাহিনুর রহমান জানান, তিন মাস আগে শিরিনার সঙ্গে শামীম আহম্মেদের বিয়ে হয়। বিয়ের সময় বোনের সুখের কথা চিন্তা করে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, আসবাবপত্র এবং আড়াই লাখ টাকার একটি মোটরসাইকেল তারা শামীমকে দেয়। এরপরও শামীম তেমন কোনো কারণ ছাড়াই তার বোনকে নির্যাতন করত। বিষয়টা জানতে গত বুধবার তার মা আলেয়া বেগম শামীমদের বাড়ি যায়। শামীম তার মায়ের কাছে শিরিনাকে আর নির্যাতন করবে না বলে কথা দেয়। এরপর গত শুক্রবার তার মা শামিমদের বাড়ি থেকে চলে যাওয়ার পরই শামীম ঘরের মধ্যে বালিশ চাপা দিয়ে শিরিনকে হত্যা করে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে শামীমের বাবা ইছাহাক মোবাইল ফোনে জানায় শিরিনা সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তারা শামীমের বাড়ি গিয়ে জানতে পারে শিরিনকে হত্যা করা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে তারা শিরিনার লাশ থানায় নিয়ে যান। গত শনিবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে শিরিনাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় শিরিনের ভাই শাহিনুর মামলা করার পর শামীমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। তবে হত্যার কথা অস্বীকার করে গ্রেপ্তার শামীম আহম্মেদ।

(ঢাকাটাইমস/১৫মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :