শরীয়তপুরে কলেজছাত্রী ‘গণধর্ষণে’ আটক ৪

প্রকাশ | ১৫ মার্চ ২০২০, ২০:৩৪

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শরীয়তপুর নড়িয়া উপজেলায় এক কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ঢাকা শ্যামপুর সেনানিবাস এলাকা থেকে তিনজন  ও জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাট এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটকরা হলেন- নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বেলায়েত হোসেন শৃঙ্খল মোল্লা, মুরাদ মোল্লা, সদর উপজেলার দাত্রা গ্রামের হৃদয় সরদার ও আরিফ সরদার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই মামলা করার পর এ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ওই ছাত্রীর বাবা ও সহপাঠীরা আটকদের ফাঁসির জোর দাবি জানিয়েছেন।

গত শুক্রবার সকাল ১০টার দিকে শরীয়তপুর সরকারি কলেজে একটি মিটিংয়ে যোগ দেন ওই কলেজছাত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে মিটিং শেষে অটোরিকশায় করে পালং উত্তর বাজার দিয়ে কানার বাজারে যান তিনি। সেখান থেকে নিজ এলাকা নড়িয়ার কাপাশপাড়া যাওয়ার জন্য অটোরিকশা না পেয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকেন তিনি। কান্দিগাঁও এলাকায় পৌঁছলে তাকে তুলে নিপু খার মাছের ঘেরে নিয়ে যায় ওই এলাকার শৃঙ্খল মোল্লা। সেখানে তাকে আটকে রেখে শৃঙ্খল ও তার তিন বন্ধু হৃদয় শিকদার, মুরাদ মোল্লা ও আরিফ সরদার ধর্ষণ করে। ধর্ষণের পর সেখানে ওই কলেজছাত্রীকে ফেলে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মনির আহম্মেদ খান বলেন, ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পেলে তার সঙ্গে কি হয়েছিল জানা যাবে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/পিএল/এলএ)