ফুলবাড়ীতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২০:৪৩

দিনাজপুরের ফুলবাড়ীতে ‘বই কিনুন বই পড়ুন আলোকিত হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। রবিবার বিকাল ৩টায় স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ও স্বাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বই মেলার সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক তোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন মণ্ডল, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বই মেলার ইনচার্জ আব্দুল খালেক, বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বই মেলার বিক্রয় প্রতিনিধি সোহেল সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।

বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বই মেলার সিনিয়র ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ‘বই পড়ায় উৎসাহিত করার মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করে আসছে, এরই অংশ হিসেবে ফুলবাড়ীতে এই মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় দেশি-বিদেশি লেখকদের প্রায় দশ হাজার বই রয়েছে। এখান থেকে বই পিপাসুরা নিজের পছন্দমত লেখকের বই কিনতে পারবেন।’

বৃহস্পতিবার ১৮মার্চ পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে এ মেলা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :