কালিয়াকৈরে নকল বোমা রেখে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:০১

গাজীপুরের কালিয়াকৈরে ‘নকল টাইম বোমা’ রেখে ১০ লাখ টাকার চাঁদা দাবির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আটক আরিফ (২১) ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার সজিবের বাসার ভাড়াটিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার উলুসরা এলাকার তারা মিয়ার বাড়িতে একটি নকল টাইম বোমা রেখে ১০ লাখ টাকা মোবাইল ফোনে চাঁদা দাবি করেন আরিফ নামের এক যুবক। এদিকে নকল টাইম বোমা গেটে আটকানো দেখে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় তারা মিয়ার ভাতিজা জাহাঙ্গীর আলম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে আরিফ হোসেনকে উপজেলার বিশ্বাসপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন। পরে আসামিকে রবিবার দুপুরে আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নকল টাইম বোমা উদ্ধার করা হয়েছে এবং আসামিকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :