মৌলভীবাজারে নয়জন কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:০৭

করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে মৌলভীবাজারের কুলাউড়া, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় নয়জনকে হোম কোয়ারেন্টাইনে গভীর পর্যবক্ষণে রাখা হয়েছে।

রবিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য জানান।

তিনি জানান, এদের মধ্যে কুলাউড়ায় একজন, শ্রীমঙ্গল উপজেলায় ছয়জন ও বড়লেখা উপজেলায় দুজনকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রবাসীদের মধ্যে ভাইরাসজনিত কোন সমস্যা আছে কিনা সেটার জন্য তাদের নিজ বাসায় ‘হোম কোয়ারেন্টানে’ থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল স্যাম্পল নিয়ে যাবেন।

এই কর্মকর্তা আরো বলেন, এ জেলা যেহেতু প্রবাসীঅধ্যুষিত, তাই আমি বিদেশ থেকে আসা সকল প্রবাসীকে বলব তারা যেন সচেতন হয়ে ‘হোম কোয়ারেন্টাইনে’ চলে যান। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :