পুলিশ কনস্টেবলকে চড় মেরে কারাগারে সেই যুবলীগ নেত্রী

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:১০
ফাইল ছবি

গাজীপুরে পুলিশ কনস্টেবলকে চড় মেরে গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী রুহুন নেছা রুনাকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল হাকিম হামিদুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার রুহুন নেছা রুনা গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক এবং গাজীপুর সিটি করপোরেশনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর।

আগের দিন পুলিশ কনস্টেবলের গালে চড় মারার পর তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে ওই রাতে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল আশিকুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাসন থানায় মামলা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) একেএম আহসান হাবীব জানান, রুহুন নেছা রুনার পক্ষে জামিনের কোন আবেদন না পাওয়ায় দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হামিদুল হক তাকে ‘হাজতি পরোয়ানা মূলে’ গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে আঘাত, সরকারি পোশাক ছেঁড়া, পুলিশকে ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে পাঁচটি ধারায় মামলা করেন কনস্টেবল আশিকুর রহমান। এ মামলার পরবর্তী তারিখ ১৫ এপ্রিল ধার্য করেছে আদালত।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :