জাদুকাটার তীরে জমে উঠছে দুই সাধকের মিলনমেলা

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০২০, ২২:৩০

প্রতি বছরের মতো দুই ধর্মের দুই আধ্যাত্মিক মহাসাধকের ভক্তদের মিলনমেলাকে কেন্দ্র করে জাদুকাটা নদীর র্তীরে উৎসবমুখর পরিবেশ আমেজ বিরাজ করছে। একটি হলো আধ্যাত্মিক মহাসাধকের শাহ আরেফিন (র.)-এর ওরস। অন্যটি হিন্দু সম্প্রাদায়ের গঙ্গা স্নান বা বারুনী মেলা।

দুই ধর্মের কেউ আসবেন অস্থি নিয়ে, কেউ পূন্যের আশায়, আবার কেউ আসেন মানত নিয়ে মনোবাসনা পূরণের আশায়।

সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে দুই ধর্মের মিলনমেলায় মাজার ও রাজারগাঁও সংলগ্ন গঙ্গা স্নান এলাকায় এবার মেলা, কাফেলা, জনসমাগম, কোনো ধরনের গানবাজনা ও দোকান পাট বসিয়ে জনসমাগম ও সড়কে যানজট করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

তবে আগত ভক্তরা মাজারের দান বাক্সে দান ও মানতের আশায় যারা আসবে, তারা তাদের মতো করে দান করে এবং শিন্নি করতে চাইলে শিন্নি করতে কোনো বাধা নেই।

দুই ধর্মের সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগব্যবস্থা ভালো থাকায় এবার ১০ লক্ষাধিক মানুষের আগমনে মিলন মেলায় যাদুকাটা নদী কানায় কানায় পরিপূর্ণ হবে। তবে এবার দুটি উৎসবে করোনাভাইরাসের কারণে কিছুটা ব্যাঘাত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জি বলেন, বিশুদ্ধ পানি ও খাবার সবরবরাহের দোকান থাকবে। বাকি সব বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে জেলা প্রশাসক কার্য্যালয়ের সভায়। দুটি ধর্মীয় অনুষ্ঠানে কড়া নজরদারির জন্য আইনশৃংখলা বাহিনীর বিশেষ নজরদারি থাকবে। এছাড়াও ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে দিন-রাত যাতায়াতকারীদের নিরাপত্তার স্বার্থে নিয়মিত টহল দেবে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :